পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ছয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলাবুনিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল ফকিরের ছেলে ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের মৃত মাস্টার মো. ইউনুস হাওলাদারের ছেলে ও চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে ও মো. কামরুজ্জামান গাজী (৫২), উপজেলার দেউলবাড়ী দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেপ্তাররা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল গ্রামের গ্রেপ্তারকৃত আবুল বাশারের ছেলে উপজেলা ছাত্রলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. নাইম হাওলাদার বলেন, আমার বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রায় সারা দিনই ঘরে শুয়ে থাকেন। পুলিশ তাকে ডেকে নিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এসআরএস