শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টা ২৬ মিনিটে আকিজ গ্রুপের এমডি বাংলানিউজকে এ কথা জানান।
সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে উল্লেখ করা হয়েছে, ‘আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিন নিজ উদ্যোগে তেজগাঁওয়ে দুই বিঘাজমিতে উহানের লেইশেনশান হাসপাতালের আদলে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য একটি অস্থায়ী হাসপাতাল তৈরি করছেন।
তবে এ বিষয়ে শুক্রবার রাত ১০টা ২৬ মিনিটে বাংলানিউজের সঙ্গে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ বশির উদ্দিনের কথা হয়।
তেজগাঁওয়ে আপনি নিজ উদ্যোগে একটি হাসপাতাল করছেন-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা গণস্বাস্থ্য করছে। আপনি গণস্বাস্থ্যের সঙ্গে কথা বলেন। ’
‘আপনার বরাত দিয়ে অনেক মিডিয়ায় নিউজ হয়েছে’- জানালে আকিজ গ্রুপের এমডি বলেন, ‘নিউজে তো অনেক সময় অনেক কিছু আসে। এটা গণস্বাস্থ্য করছে। আপনি গণস্বাস্থ্যের সঙ্গে কথা বলেন। ’
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এমআরএম/ওএইচ/