ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে এলো আরও ১ হাজার পিস পিপিই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
রাজশাহীতে এলো আরও ১ হাজার পিস পিপিই রাজশাহীতে নতুন আসা ১ হাজার পিপিই। ছবি: বাংলানিউজ

রাজশাহী: কোভিড-১৯ মোকাবিলার প্রস্তুতি হিসেবে চিকিৎসাসেবা কাজে সংশ্লিষ্টদের জন্য আরো এক হাজার পিস ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) রাজশাহী পৌঁছেছে।

রোববার (২৯ মার্চ) রাজধানীর ঢাকার তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে এ সব পিপিই বাংলাদেশ ডাক বিভাগের কাভার্ডভ্যানে রাজশাহী পৌঁছে।

এ পিপিই ছাড়াও চিকিৎসা কাজে সংশ্লিষ্টদের জন্য এক হাজার পিস করে মাস্ক, সু-কাভার, এবং চোখের গগলস গ্লাস এসেছে।

এর আগে ২৭ মার্চ (শুক্রবার) এক হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) আসে রাজশাহীতে। এছাড়াও এরসঙ্গে এক হাজার পিস মাস্ক, এক হাজার হ্যান্ড-গ্লাভস এবং পর্যাপ্ত পরিমাণ স্যানিটাইজারও আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২০
এসএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।