মঙ্গলবার (০৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের কাছে ৫০ হাজার মাস্ক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।
মাস্ক হস্তান্তর পর্ব শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর উপস্থিত সাংবাদিকদের বলেন, এটা পাবলিক পারপাসের জন্য।
তিনি বলেন, এগুলো (মাস্ক) পাবলিকদের জন্য। যারা এ সংস্থাতে (পুলিশ) কাজ করে এরা যদি সেফ থাকে কারণ এরা সেফ না থাকলে আমরা কেউ সেফ থাকবো না। এদের সেফটির জন্যই আমাদের এ ডিস্ট্রিবিউশন করা।
এদিকে সংকটকালীন এ সময়ে এমন অনুদানের জন্য বসুন্ধরা গ্রুপের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস মোকাবিলার লড়াইয়ে প্রথম থেকেই দেশ ও মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। এর অংশ হিসেবে করোনা রোগীদের চিকিৎসায় পাঁচ হাজার শয্যার হাসপাতাল তৈরিতে স্থাপনা দিয়ে সরকারকে সহযোগিতা করেছে এ শিল্পগ্রুপ। ইতোমধ্যে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার চেক হস্তান্তর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। গত বৃহস্পতিবার সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরকে এক হাজার পিপিই ও ৫০ হাজার মাস্ক দেয় বসুন্ধরা গ্রুপ। গত শনিবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগকে ২৫ হাজার মাস্ক দেয় প্রতিষ্ঠানটি। গত রোববার নৌবাহিনীর সদর দফতরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরীর কাছে ৫০ হাজার মাস্ক, ৫০০ পিপিই ও দুই ট্রাক (৭০০ প্যাকেট) খাদ্যসামগ্রী দেয় তারা।
এছাড়া গত সোমবার র্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদের কাছে ৫০ হাজার মাস্ক ও চার ট্রাক খাদ্যসামগ্রী হস্তান্তর করা হয়।
অন্যদিকে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে রাজধানীর দুস্থ ও নিম্ন আয়ের কয়েক হাজার পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
এসএইচএস/আরবি/