ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদ আদালতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২০
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি আব্দুল মাজেদ আদালতে

ঢাকা: বঙ্গবন্ধু হত্যা মামলার আত্মস্বীকৃত খুনি মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত ক্যাপ্টেন (বরখাস্তকৃত) আব্দুল মাজেদকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যা জিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়েছে। সেখান থেকেই আদলেতের মাধ্য্মে তাকে কারাগারে পাঠানো হবে।

সিএমএম আদালত হাজতের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুর সোয়া ১২টার দিকে মাজেদকে আদালতে নেওয়া হয়। এখন তিনি কোর্ট হাজতে আছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে আদালতের মাধ্যনমে কারাগারে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) মাজেদকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি জানান, সোমবার (৬ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

**বঙ্গবন্ধু হত্যা: আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন মাজেদ গ্রেফতার
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২০
কেআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।