শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকেই নাটোরের বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক, নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিণাঞ্চল এবং নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে নাটোরে প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ।
নাটোর পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, নাটোরে জরুরি প্রয়োজনের যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাটিতে প্রবেশের সব সংশ্লিষ্ট সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রয়োজন হলে জেলার সব উপজেলা পর্যায়ের সড়কেও যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআরএস