ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাটোরে সব যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
নাটোরে সব যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

নাটোর: করোনা ভাইরাসের প্রভাবে সৃষ্ট পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে নাটোরে সব ধরনের যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সড়কে অবস্থান নিয়েছে জেলা পুলিশ। 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকেই নাটোরের বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক, নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিণাঞ্চল এবং নাটোর-রাজশাহী মহাসড়ক দিয়ে নাটোরে প্রবেশমুখে অবস্থান নিয়েছে পুলিশ।  

নাটোর পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, নাটোরে জরুরি প্রয়োজনের যানবাহন ছাড়া সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাটিতে প্রবেশের সব সংশ্লিষ্ট সড়ক ও মহাসড়কে অবস্থান নিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রয়োজন হলে জেলার সব উপজেলা পর্যায়ের সড়কেও যানবাহন প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।