ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, মে ৪, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় একই পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একই পরিবারের ১০ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই উপজেলার একজন স্বাস্থ্য সহকারীও করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা হলো মোট ৫৭ জন। এদের মধ্যে কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও রয়েছেন।

সোমবার (৪ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ্ আক্রান্তের বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত পরিবরাটি উপজেলার জাফরপুর গ্রামে বসবাস করেন।

ওই পরিবারের দুইজন সদস্য আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একজন স্বাস্থ্য সহকারীও আক্রান্ত হয়েছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত আক্রান্ত ৫৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়ে আইসোলেশন সেন্টার ছেড়েছেন ২৩ জন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মে ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।