ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাহরাইনে সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশিরাই বেশি উপকৃত হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, মে ১২, ২০২০
বাহরাইনে সাধারণ ক্ষমার আওতায় বাংলাদেশিরাই বেশি উপকৃত হবে

ঢাকা: করোনা পরিস্থিতিতে বাহরাইনে অনিয়মিত সব প্রবাসী কর্মীকে সাধারণ ক্ষমার ভিত্তিতে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এখানে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০ শতাংশই বাংলাদেশি, ফলে সাধারণ ক্ষমার এ সুযোগ থেকে মূলত বাংলাদেশিরাই উপকৃত হবে বলে অভিমত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।  

মঙ্গলবার (১২ মে) দূতাবাস থেকে এসব তথ্য জানানো হয়। এদিন বাহরাইনের শ্রমবিষয়ক নিয়ন্ত্রণ সংস্থা এলএমআরএ’র প্রধান কর্মকর্তা ওসামা আব্দুল্লাহ আল আবসির সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রথমবারের মতো বৈঠক করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম।



ভিডিও কনফারেন্সে নজরুল ইসলাম করোনা পরিস্থিতিতে অনিয়মত কর্মীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণায় বাহরাইনের ভূয়সী প্রশংসা করেন।  

এ সময় ওসামা আব্দুল্লাহ আল আবসি বলেন, বাহরাইনে অনিয়মিত কর্মীদের প্রায় ৮০ শতাংশ বাংলাদেশি, এই সাধারণ ক্ষমার সুযোগটি থেকে মূলত বাংলাদেশীরাই উপকৃত হবে।

‘করোনা পরিস্থিতিতে বর্তমান প্রায় ১০ হাজার অনিয়মিত কর্মী চাকরিচ্যুত হলেও বৈধতার সুযোগ দেওয়ায় প্রায় ১৫ হাজার অনিয়মিত কর্মী নতুন চাকরিতে যোগ দিয়েছেন। ’ 

সাধারণ ক্ষমার এই সময়কালে কোনো অনিয়মিত শ্রমিক বা কর্মীকে গ্রেফতার করা হবে না আশ্বস্ত করে আবসি আরও বলেন, অনিয়মিত কারো বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না। তারা যেন বাহরাইন সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে সহায়তার হাত বাড়িয়ে সাধারণ ক্ষমার সুযোগ নেয়।  

এসময় নজরুল ইসলাম বলেন, প্রবাসী বাংলাদেশীদের দ্রুততার সঙ্গে পাসপোর্ট সেবা প্রদানের জন্য ২০ মে হতে একটি সেবা দানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পাসপোর্ট গ্রহণ ও বিতরণের কাজ শুরু হবে। দূতাবাস পাসপোর্ট নবায়ন বিষয়ে শিগগিরই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

করোনা পরবর্তী পরিস্থিতিতে কীভাবে বাংলাদেশি কর্মীদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা যেতে পারে এবং সেই লক্ষ্যে তাদের কোন কোন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে সে বিষয়ে পরামর্শের জন্য নজরুল ইসলাম আবসির সহযোগিতাও কামনা করেন।  

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, ১২ মে, ২০২০
টিআর/এইচজে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।