ঘূর্ণিঝড় আম্পানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয় বুধবার (২০ মে) ভোর ৪টা থেকে। এরপর সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ১৮ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এতে প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে চলমান দাবদাহ কিছুটা হলেও প্রশমিত হয়েছে। তবে বৃষ্টির কারণে অনেক এলাকায় বিদ্যুৎ না থাকায় রমজানে দেখা দিয়েছে নতুন দুর্ভোগ। এর ওপর ভুক্তভোগীরা বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে ফোনে কাউকে পাচ্ছেন না। এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে।
রাজশাহীর ওপর দিয়ে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্পান অতিক্রম করার সময় বড় দুর্যোগ হলে কী অবস্থা দাঁড়াবে; তা নিয়ে এখনই নানান শঙ্কা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে নগরবাসীর মধ্যে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগরীর শিরোইল নিউ কলোনি, আসাম কলোনি, ছোট বনগ্রাম, শালবাগান কাদিরগঞ্জ, কুমারপাড়া, আলুপট্টি, তালাইমারি, বিনোদপুর, কাটাখালি, নিউ মার্কেট, সুলতানাবাদ, নওদাপাড়া, হড়গ্রাম ও সাগরপাড়াসহ নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো লিঃ) এর পাঁচটি ডিভিশনের প্রায় এলাকাতেই ভোর রাত থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সামান্য বৃষ্টিতেই নগরজুড়ে এত বিদ্যুৎ গোলযোগ কেন সেই প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।
এদিকে, ঘূর্ণিঝড় আম্পান মোকাবিলায় এরইমধ্যে রাজশাহীতে সতর্কাবস্থায় রয়েছে রাজশাহী জেলা প্রশাসন। ঝড়-বৃষ্টিতে আমসহ ফসলের ক্ষয়ক্ষতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক। ঘূর্ণিঝড় আম্পান রাজশাহীতে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে অনেক বৃষ্টিপাত হবে। সঙ্গে দমকা হাওয়া বয়ে যাবে বলে জানানো হয়েছে।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বুধবার সকাল ভোর ৪টা থেকে রাজশাহীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহীতে ১৮ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখন মাঝে মাঝে বয়ে যাচ্ছে দমকা হাওয়া। হচ্ছে মাঝারি বর্ষণ। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাজশাহী ও এর আশপাশের এলাকায় এই বর্ষণ চলছে। থেমে থেমে তা অব্যাহত রয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাজশাহীতে বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে। এদিন রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এমন তথ্যই জানান- জ্যেষ্ঠ এই আবহাওয়া পর্যবেক্ষক।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ২০, ২০২০
এসএস/জেআইএম