ঢাকা: জ্ঞাত আয় বহিভূর্ত সম্পদ অর্জনের অভিযোগে মংলা কাস্টমসের কর্মকর্তা মাহফিজুর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে ৬১ লাখ ৫৯ হাজার ২৯৬ টাকার হিসাব গোপন করার অভিযোগ পাওয়া গেছে বলে দুদক সূত্র জানিয়েছে।
মাহফিজুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের সময় স্বীকৃত দুর্নীতিবাজ হিসেবে ট্রুথ কমিশন (বিলুপ্ত সত্য কমিশন) থেকে ২ লাখ টাকার বিনিময়ে দুর্নীতিমুক্ত সনদ গ্রহণ করেছিলেন।
বুধবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয় বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য।
দুদকের সহকারী পরিচালক মোনায়েম হোসেনকে মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সূত্র মতে, মংলা কাস্টমসের প্রিন্সিপাল অ্যাপ্রাইজার মাহফিজুর রহমান (সাময়িক বরখাস্ত) ৬১ লাখ ৫৯ হাজার ২৯৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন।
এছাড়াও তিনি তার সম্পদের তথ্য বিবরণীতে ৩৩ লাখ ৪০হাজার ২৯৬ টাকার তথ্য গোপন করেন।
সম্পদের বিবরণীতে দেখানো হয়, ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালীবাজাইলে ৪’শ শতক জমি, ময়মনসিংহের আকুয়ায় ১০ শতক জমি রয়েছে। এছাড়া রাজধানীর দক্ষিণ খানে (উত্তরা) সাড়ে ৬৭ শতক জমি, উত্তর খানে (উত্তরা) সাড়ে ৫৫ শতক জমির কথাও বিবরণীতে উল্লেখ করা হয়।
এ্যালিফেন্ট রোডের ৭০/১-এ ১২ কাঠা জমি, ৮৫ এ্যালিফেন্ট রোডে ১টি দোকান, গাড়ি ৩টি যার মধ্যে ১টি মাইক্রো ও ২টি পিকআপ রয়েছে।
এছাড়া সাভারের ধামরাই ও ফুলবাড়ীতে তার অনেক সম্পত্তি রয়েছে বলে সম্পদ বিবরণীতে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১২