ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে নারীর মৃত্যু 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুন ৩, ২০২০
করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে নারীর মৃত্যু 

রাজশাহী: করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ উপসর্গ নিয়ে রাজশাহীতে রুবিনা খাতুন (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (২ জুন) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবিনার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

 

রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জ্বর ও সর্দি-কাশি নিয়ে গত ৩০ মে রাজশাহী হাসপাতালে ভর্তি হন রুবিনা। পরে তাকে সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।  

ডা. সাইফুল ফেরদৌস জানান, ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (৩ জুন) হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হবে। এর পর ফলাফল দেখে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি-না।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০ 
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।