মঙ্গলবার (২ জুন) রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবিনার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জ্বর ও সর্দি-কাশি নিয়ে গত ৩০ মে রাজশাহী হাসপাতালে ভর্তি হন রুবিনা। পরে তাকে সন্দেহভাজন রোগী হিসেবে হাসপাতালের করোনা ওয়ার্ডে রাখা হয়। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ডা. সাইফুল ফেরদৌস জানান, ওই নারী করোনায় আক্রান্ত ছিলেন কি-না তা জানতে তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার (৩ জুন) হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা করা হবে। এর পর ফলাফল দেখে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা পজিটিভ ছিলেন কি-না।
বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এসএস/এসআরএস