ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, জুন ৭, ২০২০
র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার করোনায় আক্রান্ত সারওয়ার আলম

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (০৬ জুন) দিনগত রাতে তিনি নিজেই এ তথ্য জানান।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, কোভিড পরীক্ষায় ফলাফল পজিটিভ। আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে ভালো আছি।

সবার নিকট দোয়া ও ক্ষমার দরখাস্ত রইল।

দেশে করোনা সংক্রমণের পর থেকে সারওয়ার আলম কোয়ারেন্টাইন, শারীরিক দূরত্ব নিশ্চিত, নকল মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার ও বাড়তি দামের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছিলেন।

এছাড়া, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণেও নিয়মিত অভিযান পরিচালনা করেছেন বিভিন্ন ভেজাল বিরোধী অভিযানে আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ০৭, ২০২০
পিএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।