ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা হাসপাতালকে মাস্ক দিল বুয়েট-৯৬ ফাউন্ডেশন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ৯, ২০২০
বসুন্ধরা হাসপাতালকে মাস্ক দিল বুয়েট-৯৬ ফাউন্ডেশন

ঢাকা: করোনা ভাইরাস চিকিৎসায় অস্থায়ীভাবে নির্মিত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) হাসপাতালের ডাক্তার ও সাপোর্ট স্টাফদের ব্যবহারের জন্য ‘থ্রিএম-এন৯৫’ মাস্ক দিয়েছে বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) ৯৬ ফাউন্ডেশন।

সোমবার (০৮ জুন) হাসপাতাল চত্বরে মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিসিবির চিফ অপারেটিং অফিসার এমএম জসীম উদ্দীন।

বুয়েট-’৯৬ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এরশাদুল হক ও সহ-সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ বসুন্ধরা কোভিড-১৯ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান ও মো. আবুল বাসারের কাছে মাস্কগুলো হস্তান্তর করেন।

চলতি বছরের ১৭ মে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় বসুন্ধরা কোভিড-১৯ আইসোলেশন হাসপাতাল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাকে দুই হাজার শয্যার করোনা হাসপাতালে রূপান্তর করা হয়েছে। এ হাসপাতালে সেবা কার্যক্রম শুরু হয়েছে এরইমধ্যে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জুন ০৯, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।