বুধবার (১০ জুন) দুপুরে তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকার শহিদুল ইসলামের ছেলে ও আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামের দুলাল ইসলামের ছেলে সিয়াম।
স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারি এলাকায় শিশু আরিফ বাড়ির পাশেই খেলা করছিল। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসতে দেখে। দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে, আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে শিশু সিয়ামও বাড়ির পাশেই খেলা করছিল। দীর্ঘ সময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজি পর তার পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি ছোট খালে পানিতে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা করে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জুন ১০, ২০২০
এএটি