শনিবার (১৩ জুন) এক শোক বার্তায় তিনি প্রয়াত সাবেক সংসদ সদস্য সুলতান উদ্দিন ভূঁইয়া’র বিদেহী রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, মরহুম সুলতান উদ্দিন ভূঁইয়া সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর মুড়াপাড়া কলেজ মাঠে নামাজের জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাবেক সংসদ সদস্য সুলতান উদ্দিন ভূঁইয়া'র মৃত্যুতে অনুরূপ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জনাব মসিউর রহমান রাঙ্গা এমপি।
সুলতান উদ্দিন ভূঁইয়া স্ট্রোক করে পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এসএমএকে/এমকেআর