ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে করোনায় দু’দিনে সাতজনের মৃত্যু, শনাক্ত ১৪৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, জুন ২০, ২০২০
রাজশাহীতে করোনায় দু’দিনে সাতজনের মৃত্যু, শনাক্ত ১৪৫

রাজশাহী: রাজশাহীতে করোনা পরিস্থিতি ক্রমেই জটিলাকার ধারণ করছে। এরইমধ্যে সিটি করপোরেশন এলাকা পড়েছে ইয়েলো (মাঝারি ঝুঁকিপূর্ণ) জোনে। এ সংকটের মধ্যেই রাজশাহী বিভাগে দু’দিনে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) নতুনভাবে শনাক্ত হয়েছেন আরও ১৪৫ জন। 

মৃতের তালিকায় যুক্ত হওয়া পাঁচজনের বাড়ি বগুড়া জেলায়। গত শুক্রবার (১৯ জুন) তাদের মুত্যু হয়েছে।

আর শনিবার মৃত্যু হওয়া দু’জনের মধ্যে একজন মৃত ব্যক্তির বাড়ি রাজশাহী মহানগরে। অপরজনের বাড়ি পাবনা জেলায়। এ ২৪ ঘণ্টায় রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে সাত জেলাতেই নতুন পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। সাত জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।

রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য জানান, নতুন ১৪৫ জনের মধ্যে ৬২ জনই শনাক্ত হয়েছেন বগুড়ায়। এছাড়া রাজশাহীতে ৩৭ জন, নাটোরে ১১ জন, নওগাঁয় ৩ জন, জয়পুরহাটে ১২ জন, সিরাজগঞ্জে ১৩ জন ও পাবনায় ৭ জন শনাক্ত হয়েছেন।

রাজশাহী বিভাগের আট জেলায় মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪৫ জনে। এরমধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৮৫ জন করোনা পজিটিভ রয়েছেন বগুড়ায়। রাজশাহীতে ২৩৭ জন, নাটোরে ১২৭ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৬ জন, নওগাঁয় ২৩৯ জন, জয়পুরহাটে ২৫২ জন,পাবনায় ২৬৮ জন ও সিরাজগঞ্জে ২৫১ জন রোগী আছেন। শনিবার দুপুর পর্যন্ত গোটা বিভাগের করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

এদিকে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, শনিবার রাজশাহীতে তিন সাংবাদিকসহ ২৫ জনের নমুনায় শনাক্ত হয়েছে। দু’টি পিসিআর ল্যাবে এদিন নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে ১৮ জনই রাজশাহী মহানগরের। অপর ৭ জন রাজশাহীর পবা, দুর্গাপুর, বাঘা ও বাগমারা উপজেলায়।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জুন ২০, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।