ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, জুন ২২, ২০২০
বাসায় ফিরেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা: করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাসায় ফিরেছেন। রোববার (২১ জুন) তার সর্বশেষ করোনা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। কিন্তু তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২২ জুন) আ ক ম মোজাম্মেল হক নিজেই বাংলানিউজকে বাসায় ফেরার তথ্য নিশ্চিত করে বলেন, আমি ভালো আছি। বিশ্রামে আছি।

আরও পড়ুন>> সস্ত্রীক করোনা আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

এর আগে গত ১২ জুন নমুনা পরীক্ষায় মন্ত্রী ও তার স্ত্রীর করোনা পজিটিভ ফল আসে। করোনা আক্রান্ত হন মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমান, মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফও।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
ডিএন/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।