ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসকের করোনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুন ২৭, ২০২০
শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ১২ চিকিৎসকের করোনা

ঢাকা: রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ১২ জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন চিকিৎসক ২১ দিন আইসিইউতে চিকিৎসা নিয়ে করোনামুক্ত হয়েছেন। এছাড়া আরও নয় চিকিৎসকের উপসর্গ থাকায় তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

শনিবার (২৭ জুন) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী পরিচালক ডা. হোসাইন ইমাম বাংলানিউজকে এ তথ্য দেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত ১২ জন চিকিৎসকের মধ্যে আমাদের অ্যানেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আতিকুল ইসলাম সুস্থ হয়েছেন টানা ২১ দিন আইসিইউতে লড়ে।

উনি এখন ভালো আছেন। এছাড়া করোনা আক্রান্ত বাকি ১১ চিকিৎসক আইসোলেশনে আছেন। এছাড়া আরও নয়জন চিকিৎসকের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তারা হোম কোয়ারেন্টিনে আছেন।

ডা. হোসাইন ইমাম বলেন, চিকিৎসক ছাড়াও শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের নার্স, টেকনোলজিস্ট, সরকারি স্টাফসহ দৈনিক মজুরিতে যারা কাজ করেন, এরকম অনেকেই আক্রান্ত হয়েছেন।

হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়েই চিকিৎসকসহ অন্যান্য স্বাস্থকর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে মনে করেন চিকিৎসকরা।

*** শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে করোনা রোগী ভর্তি শুরু হচ্ছে

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জুন ২৭, ২০২০
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।