বুধবার (০৮ জুলাই) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি সোবহানবাগ এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নৌপুলিশের ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) খন্দকার ফরিদুল ইসলাম বাংলনিউজকে বলেন, বুড়িগঙ্গায় নৌ দুর্ঘটনার পর থেকে ময়ূর-২ লঞ্চের মালিক পলাতক ছিলেন।
এর আগে গত ২৯ জুন সকালে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ মর্নিং বার্ড মুহূর্তেই ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়। এরপর এ ঘটনায় অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে সাতজনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করে পুলিশ।
মামলার আসামিরা হলেন, ময়ূর-২ এর মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লা ও জাকির হোসেন, চালক শিপন হাওলাদার ও শাকিল হোসেন এবং সুকানি নাসির মৃধা ও মো. হৃদয়।
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
পিএম/টিএ