.
রাজশাহী: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপির মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হলো বলে মন্তব্য করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহীর নগরপিতা।
শুক্রবার (১০ জুলাই) জুলাই সকালে এক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রী এবং প্রবীণ ও অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।
তার মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হলো। আমি মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এর আগে বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট সাহারা খাতুন।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসএস/এমকেআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।