ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাহেদের আরও ২ সহযোগী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
সাহেদের আরও ২ সহযোগী গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের দুই সহযোগী

ঢাকা: প্রতারণা অভিযোগে গ্রেফতার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের ব্যবহৃত গাড়ি ও ৪৮টি ব্যাংক চেকসহ তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতার দুই সহযোগী হলেন—রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজ গাজীর ভায়রা গিয়াস উদ্দিন জালাল (৬১) এবং তার গাড়ি চালক মো. মাহমুদুল হাসান (৪০)।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

তিনি জানান, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাহেদের এই দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে সাহেদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ব্যাংকের ৪৮টি চেক জব্দ করা হয়।

গ্রেফতার দুই জনের কাছ থেকে ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।