লালমনিরহাট: লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। স্ত্রী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি ও শ্যালিকা আলেয়া ফেরদৌসী লাকিসহ করোনা আক্রান্ত মতিয়ার রহমানকে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের কোভিড ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়াও তার ভাতিজা সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীর করোনা শনাক্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান ও তার পরিবারের সুস্থতায় সবার কাছে দোয়া কামনা করেছেন তিনি।
লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বাংলানিউজকে জানান, জেলার পাঁচটি উপজেলা ও দু’টি পৌরসভায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনসহ মোট শনাক্ত হয়েছেন ৩৬৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২২৪ জন এবং মৃত্যুবরণ করেছেন তিনজন।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০২০
এসআরএস