রাজশাহী: জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকা পুলিশ সদর দফতরের নির্দেশে রাজশাহীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শহরজুড়ে জোরদোর করা হয়েছে পুলিশি টহল। থানা ও পুলিশ ফাঁড়িগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বোপরি জঙ্গি হামলার আশঙ্কার মধ্যে সুষ্ঠুভাবে ঈদুল আজহা উদযাপনকে ঘিরে রাজশাহীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২৯ জুলাই) সকাল থেকেই মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া জোরদার করা হয়েছে র্যাবের টহলও। মহানগরীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের ব্যাগ, লাগেজ ও দেহ তল্লাশি করা হচ্ছে। বিভিন্ন যানবাহনেও তল্লাশি চলছে। এছাড়া বুধবার থেকে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে সবাই যেন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন তার সর্বোচ্চ চেষ্টা চলছে। এরই মধ্যে রাজশাহী মহানগর এলাকায় পটকা-আতশবাজি ফোটানো নিষিদ্ধ করা হয়েছে।
রাজশাহী মহানগর পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, করোনা পরিস্থিতির মধ্যে এবারও ঈদ জামাত ঈদগাহের পরিবর্তে মসজিদেই অনুষ্ঠিত হবে। সেজন্য মসজিদগুলোতে সিসিটিভি ক্যামেরা লাগানোর জন্য এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। মসজিদ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ঈদ জামাত নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি প্রায় শেষ করেছে পুলিশ।
জানতে চাইলে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে বলেন, রাজশাহী মহানগর এলাকায় ২৩৯ টি মসজিদ রয়েছে। এর মধ্যে ৩১টি মসজিদে আগে থেকেই সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বাকি ২০৮টি মসজিদে সিসিটিভি লাগানোর জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। মহানগরজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপড়তাও।
ছয়টি স্পেশাল মোবাইল টিম গঠন করা হয়েছে। এ টিমগুলো মহানগর এলাকার বিশেষ নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। এছাড়া আর ৩৬টি মোবাইলে টিম নিয়মিতভাবে শহর এলাকায় টহল দিচ্ছে। মহানগরের প্রবেশমুখগুলোতে চারটি চেকপোস্ট বসানো হয়েছে। তারা যানবান ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছেন। এছাড়া রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, বিমানবন্দরসহ বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মহানগর পুলিশের ১২টি থানা ও তাদের অধীনে থাকা পুলিশ ফাঁড়িগুলোকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও সতর্ক থাকতে বলা হয়েছে।
এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা নেই। তবে কেউ বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলেও জানান মহানগর পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২০
এসএস/ওএইচ/