নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলার গাবতলী এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দু’জন হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার তুলাতলা গ্রামের মান্নান খন্দকারের ছেলে শরীফ উদ্দিন (২০) ও নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রোহানিকান্দা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে নুরুউদ্দিন (২০)।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) ডিএম জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে মোটরসাইকেলে করে শরীফ ও নুরুউদ্দিন ঢাকা থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথে নরসিংদীর গাবতলী এলাকায় এলে মোটরসাইকেলটিকে পেছন থেকে আসা সিলেটগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহ দু’টি উদ্ধার করে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২০
এসআরএস