লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবুল্লাহ্ (২) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০১ আগস্ট) সকালে উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলার সময় হঠাৎ পুকুরে পড়ে ডুবে যায় হাবিবুল্লাহ্। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে ভাসতে দেখে। পরে হাবিবুল্লাহ্কে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০২০
এনটি