ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
রাজধানীতে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। করোনার পাশাপাশি চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) এরই ধারাবাহিকতায় রাজধানীর উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের ফরিকরখালীতে ২য় বারের মতো ১০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব আনসার মিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রত্যেকটি পরিবারকে ৫ কেজি মিনিকেট চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২  কেজি আটা, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ এবং খাবার স্যালাইন বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।