ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে ৯৯৯ কল করে যুবক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৪, আগস্ট ৭, ২০২০
পিরোজপুরে ৯৯৯ কল করে যুবক উদ্ধার

পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তায় জাহিদুল ইসলাম নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে।

জাহিদ ইন্দুরকানী উপজেলা বালিপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জাহিদ মটরসাইকেলে ঢাকায় যাওয়ার সময় বটতলা বাজারে রায়হানের ইজিবাইকের সঙ্গে ধাক্কা লাগে। এসময় রায়হান ও তার কয়েক বন্ধু মিলে জাহিদকে বেদম মারপিট করে।

বিষয়টি জাহিদের পরিবারের লোকজন জানতে পেরে ৯৯৯ এ কল করেন। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

জাহিদ বলেন, আমার মোবাইল ও টাকা নিয়ে গেছে হামলকারীরা।

এ বিষয়ে ইন্দুরকানী থানার উপপরির্দশক (এসআই) হেমায়েত উদ্দিন জানান, ইজিবাইকের সাথে মটরসাইকেলে ধাক্কা লাগায় জাহিদের ওপর হামলা চালানো হয়েছে। খবর পেয়ে পুলিশ জাহিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

বাংলাদেশ সময়: ২৩২০ঘণ্টা, আগস্ট ৬, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।