ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. সালাহউদ্দীন চৌধুরীকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৭ আগস্ট) এই নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে।
বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আহসানুল জব্বারকে গত ৩০ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়।
এছাড়া কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মুহাম্মদ মেজবাহুল আলমকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশাধীন অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকারকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমআইএইচ/এমজেএফ