ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া থানার ওসিকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত 

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
আশুলিয়া থানার ওসিকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত  আবু বকর সিদ্দিক

সাভার (ঢাকা): আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে সংযুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।  

এদিকে বেশ কিছুদিন ধরে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ঝুট ব্যবসা নিয়ে পক্ষপাতিত্ব, অনৈতিকভাবে অর্থ লেনদেন, আসামি ধরে দিনের পর দিন হাজতে আটকে রাখা, আবাসিক হোটেল থেকে মাসোহারা আদায়সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগে বেশ কিছু গণমাধ্যমে সংবাদও প্রচার হয়। এ নিয়ে কয়েক দফা তদন্ত হয়েছে বলেও জানা গেছে। সর্বশেষ আজ তাকে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়।

এ ব্যাপারে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান বাংলানিউজকে জানান, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিককে ঢাকা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।