ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৩ পিএম, সেপ্টেম্বর ৩, ২০২০
ইউএনও ওয়াহিদার ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি

দিনাজপুর: দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অপরদিকে আহত ইউএনওর ভাই থানায় মামলা করার জন্য উপজেলা আসছেন বলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) মো. আমিরুল ইসলাম জানিয়েছেন।

বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) রাত ৮টায় দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মো. মাহফুজুল হক তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা এই তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটির প্রধান হিসেবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন। এছাড়া কমিটি অপর জন সদস্য হলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জ ডিআইজির জন প্রতিনিধি দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আসিফ আহমেদ।

এদিকে ঘোড়াঘাট থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, ইউএনওর ওপর হামলার ঘটনায় মামলা করতে আহত ইউএনও ভাই দিনাজপুরের ঘোড়াঘাট থানায় আসছেন। তিনি এসে মামলা দায়ের করবেন।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২০
এএটি

বাংলাদেশ সময়: ১১:১৩ পিএম, সেপ্টেম্বর ৩, ২০২০
তৃষ্ণা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।