ঢাকা, মঙ্গলবার, ২১ মাঘ ১৪৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৪ শাবান ১৪৪৬

জাতীয়

খুলনায় হাতি দিয়ে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২০
খুলনায় হাতি দিয়ে চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব!

খুলনা: এ-দোকান ও-দোকান ঘুরছে হাতি। পিঠে বসা হাতির মালিক।

দোকানের সামনে দাঁড়িয়ে শুঁড় তুলে সালাম দিচ্ছে। তারপর শুঁড় এগিয়ে দিচ্ছে সোজা দোকানদারের কাছে। যতক্ষণ পর্যন্ত শুঁড়ের মাথায় টাকা গুঁজে দিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত শুঁড় তুলছে না হাতিটি। এভাবে প্রতি দোকান থেকে ৫০ থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে।  

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার বড় বাজারে এমন একটি হাতির দেখা মেলে।

বড় বাজারের ব্যবসায়ীরা বলেন, দুপুরের দিকে দুই ব্যক্তি বিশালাকৃতির একটি হাতি নিয়ে বাজারে প্রবেশ করেন। তারা প্রতিটি দোকানে হানা দেন। এ সময় দোকান প্রতি কমপক্ষে ৫০ থেকে ১০০ টাকা করে আদায় করা হয়। হাতি নিয়ে দোকানের সামনে এসে তারা দাঁড়ান, টাকা না দেওয়া পর্যন্ত সেখান থেকে হাতি সরে না। এভাবে টাকা আদায়ের কারণে বিক্রিতেও সমস্যা হচ্ছে। অনেক ক্রেতা হাতির ভয় এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন।

ব্যবসায়ীরা আরও বলেন, করোনাকালে এমনিতেই ব্যবসা-বাণিজ্য ভালো না। তার মধ্যে আবার দোকানের সামনে গিয়ে হাতির মালিক হাতিকে দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। হাতিকে দেখে অনেক দোকানদার ভয়ে টাকা দিতে বাধ্য হন।  

করোনাকালে এ ধরনের চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।  

বড় বাজারের মুরাদ ট্রেডার্সের ম্যানেজার জিয়াউল হক মিলন অভিযোগ করে বাংলানিউজকে বলেন, হাতির মালিক ভয়-ভীতি দিয়ে  বাজারের প্রতিটি দোকানে চাঁদাবাজি করছেন। টাকা দিতে দেরি হলে আমাদের  দোকানের চাল খেয়ে ফেলছে হাতি। চাল ফেলে দিয়েছে। বাধা দিলে আমার কর্মচারী কে প্রাণনাশের হুমকি দিয়েছে হাতির মালিক এবং আমার সঙ্গে খারাপ ব্যবহার করছেন তিনি।
 
মিলন জানান, তার মত ক্লে রোডের ফল ব্যবসায়ী সোহাগের ফল খেয়ে খেলেছে হাতি। প্রতিবাদ করলে হাতির মালিক হাতি দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তাণ্ডব চালাচ্ছে। বিষয়টি ব্যবসায়ীরা সদর থানা কে অভিহিত করেছেন।

ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে হাতির মালিকের কাছে জানতে চাইলে তিনি জানান তার নাম আবদুল্লাহ। এছাড়া তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।

জানা গেছে আবদুল্লাহর বাসা খুলনা নগরীর পাঁচ নম্বর বস্তি এলাকায়। হাতিটি তিনি চাঁদাবাজি করার জন্য ভাড়া এনেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।