সাভার (ঢাকা): আট মাস ধরে বেতন না পেয়ে অসহায় অবস্থায় দিন পার করছেন প্রায় ১১০০ পোশাক শ্রমিক। এই বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় প্রতিবাদী অবস্থান করেছেন তারা।
সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা ইপিজেডের 'এ ওয়ান বিডি' পোশাক কারখানার শ্রমিকরা আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে।
শ্রমিকরা জানান, তারা জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত আট মাসের বেতন পাবেন। এই বেতনের দাবিতে তারা বিভিন্ন সময়ে ইপিজেড কর্তৃপক্ষকে জানালেও কোনো সমাধান হয়নি। তাই নিরুপায় হয়ে পাওনা আদায়ে তারা প্রতিবাদী অবস্থান কর্মসূচি করেছে।
কারখানাটির শ্রমিক ইমন বাংলানিউজকে বলেন, শ্রমিকরা বেতনের অভাবে বাসা ভাড়া, দোকান বকেয়াসহ পরিবার নিয়ে বিপর্যস্ত অবস্থায় পড়েছে। অনেকে এখানকার বাসা ছেড়ে দিয়ে গ্রামে চলে গেছে। আমরা শ্রমিকরা আট মাসের বেতন না পেয়ে তীব্র আর্থিক সংকটে আছি। ইপিজেড এবং বেপজা কর্তৃপক্ষ ১৭ বার তারিখ দিয়েও বেতন দেয়নি। উল্টো শ্রমিকদের বেতন পরিশোধ নিয়ে চরম উদাসীনতা দেখাচ্ছে।
এসময় শ্রমিক নেতারা বলেন, শ্রমিকরা ন্যায্য পাওনা চাইতে গেলে পুলিশ জল কামান, টিয়ারশেল দিয়ে তাদের ওপর নির্যাতন চালিয়েছে। এই পরিস্থিতিতে বেতন না পেয়ে শ্রমিকরা দিশেহারা অবস্থায় আছে।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
আরএ