ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

জাতীয়

বৃহস্পতিবার থেকে বিমানবন্দর স্টেশনে যাত্রী ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, সেপ্টেম্বর ৮, ২০২০
বৃহস্পতিবার থেকে বিমানবন্দর স্টেশনে যাত্রী ওঠানামা

ঢাকা: করোনা ভাইরাসের কারণে প্রায় সাড়ে পাঁচ মাস পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলস্টেশন। ফলে দীর্ঘদিন পর রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্টেশন থেকে যাত্রী ওঠানামা করতে পারবেন।

একই সঙ্গে জয়দেবপুর ও নরসিংদী স্টেশন খুলে দেওয়া হচ্ছে।  

বৃহস্পতিবার থেকে সব আন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন এ স্টেশনে যাত্রাবিরতি করবে।  

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে গত ২৫ মার্চ সন্ধ্যা থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাস পর গত ৩১ মে থেকে প্রথম দফায় আট জোড়া আন্তঃনগর ট্রেন চালু করা হলেও ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, নরসিংদী স্টেশন খুলে দেওয়া হয়নি।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।