ঢাকা, মঙ্গলবার, ১ আশ্বিন ১৪৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
বেনাপোল সীমান্ত থেকে ৭ রোহিঙ্গা আটক

বেনাপোল (যশোর): বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- আব্দুল হালিম (৫৩), কাওছার আলী (২২), সৈয়দুল কাউসার (২১), খুশির বেগম (২১), কোনইস বিবি (২৭), দিলজান খাতুন (১৬) ও মোহাম্মদ সালমান (০১)। আটক সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের সদস্য।

২১ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর ই এলাহী জানান, পুটখালি সীমান্ত দিয়ে অবৈধভাবে কয়েকজন রোহিঙ্গা ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তিন নারী, তিন পুরুষ ও একটি শিশুকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।