ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইউএনওর ওপর হামলা: আটক রবিউল ৬ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
ইউএনওর ওপর হামলা: আটক রবিউল ৬ দিনের রিমান্ডে ছবি: বাংলানিউজ

দিনাজপুর: সরকারি বাসভবনে প্রবেশ করে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলার ঘটনায় আটক রবিউল ইসলামকে (৪৩) ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।  

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত-৭) ইসমাইল হোসেন এ রায় দেন।

 

আটক রবিউল দিনাজপুরের বিরল উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া গ্রামের খতিব উদ্দীনের ছেলে। শনিবারই রবিউলকে আটক করা হয়।

দিনাজপুরের কোর্ট পুলিশ পরিদর্শক ইসরাইল হোসেন বাংলানিউজকে বলেন, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে আটক রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে বিচারক ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।  

** ইউএনওর ওপর হামলা: আরও একজন আটক

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।