ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল কর ভবনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
বরিশাল কর ভবনে আগুন, ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে বরিশাল কর ভবন/ ফাইল ফটো

বরিশাল: বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত ২টা ৫২ মিনিটে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে তাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে। ততক্ষণে অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বিভিন্ন ফাইল পুড়ে গেছে।

তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।