ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুবিচারের দাবিতে অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুবিচারের দাবিতে অবরোধ জলবায়ু মোকাবিলায় অবরোধ। ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুবিচারের দাবিতে সাতক্ষীরায় অবরোধ কর্মসূচি পালন করেছেন তরুণরা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার শ্যামনগরে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আহ্বানে সাড়া দিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।

ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, লিডার্স, ইসলামি রিলিফ বাংলাদেশ, সিডিও ইয়ুথ টিমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি সফল করতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শতাধিক তরুণ জলবায়ু কর্মী শ্যামনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে একত্রিত হয়। পরে তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুবিচারের দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদযাপন কমিটির আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে জলবায়ু ন্যায্যতার দাবিতে বক্তব্য রাখেন- স্বর্ণকিশোরী ঐশর্য্য কর্মকার মেঘা, লির্ডাসের যুব সংগঠক মোমিনুর রহমান, জলবায়ু পরিষদের সদস্য শেফালী পারভীন, স্টুডেন্ট সলিডারিটি টিমের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য জান্নাতুল নাইম প্রমুখ।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ আজ বিপদাপন্ন। এই বৈশ্বিক সংকট মোকাবিলায় তরুণদের ভূমিকা আরও অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করতে হবে। একইসঙ্গে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহকে ক্ষতিপূরণে বাধ্য করতে সোচ্চার হতে হবে।

এ সময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী শাহিন আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এই ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ব নেতারা এ বিষয়টি আমলে নিচ্ছেন না। জলবায়ু পরির্বতনের ঝুঁকি হ্রাস করতে এসব দেশের ভূমিকা সংকীর্ণ। প্যারিস চুক্তি প্রণয়নের প্রায় ৫ বছর অতিক্রান্ত হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবিলায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা আমাদের ভবিষ্যত ও বর্তমান নিয়ে ছিনিমিনি খেলছে। তাই ২০২৫ সালের মধ্যেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে।

অবরোধ কর্মসূচিতে সিডিও ইয়ুথ টিমের সভাপতি স ম ওসমান গনি সোহাগের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল, ইসলামি রিলিফ বাংলাদেশের তাহসীন আজিজ, ই ক্যাটের প্রতিনিধি ফয়সাল হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।