ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোমবার সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
সোমবার সুপ্রিম কোর্টে মাহবুবে আলমের জানাজা, দাফন বুদ্ধিজীবী কবরস্থানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম

ঢাকা: বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুবে আলমের জানাজার নামাজ সোমবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সভাপাতি এ এম আমিন উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামীকাল সোমবার সকাল ১১টায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মরদেহ সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে আনা হবে। আইনজীবী সমিতি প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (৭১) আজ সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০২০
ইএস/আরকেআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।