ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুজিববর্ষে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী

সিনিয়র করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
মুজিববর্ষে বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী বিজ্ঞান জাদুঘরের প্রদর্শনী

ঢাকা: মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভ্রাম্যমাণ বিজ্ঞান উৎসবের আয়োজন করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর অদূরে কেরানীগঞ্জে সকাল থেকে বিকেল পর্যন্ত এই আয়োজন করা হয়।

বিজ্ঞান জাদুঘরের পক্ষে একটি মুভিবাস ও একটি মহাকাশ পর্যবেক্ষণ বাস কেরানীগঞ্জে পৌঁছালে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসবের আমেজ সৃষ্টি হয়।  

এ কর্মসূচীর মাধ্যমে ৪-ডি ভিত্তিক বিজ্ঞান ও প্রযুক্তির অজানা রহস্য প্রদর্শন, মহাকাশের গ্রহ-নক্ষত্র পরিচিতি এবং বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।  কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০০ জন ছাত্র-ছাত্রী এ প্রদর্শনীতে অংশ নেয়।  

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বাংলানিউজকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও বন্ধ হয়নি বিজ্ঞান চর্চা। মুজিববর্ষকে স্মরণ করে শিক্ষার্থীদের অচলায়তন থেকে রক্ষায় এ বিজ্ঞানভিত্তিক প্রাণবন্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা আগামীতে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২০
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।