ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২০
গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় ছেলে আটক

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুর জাহান বেগম (৪২) নামে এক গৃহবধূকে চার টুকরো করে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার ছেলে হুমায়ূন কবিরকে (২৮) আটক করেছে পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

হুমায়ূন কবির সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনার পরিপ্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় গৃহবধূ নুর জাহানের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।          

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ নুর জাহান ওই এলাকার মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়েসহ নয় সন্তানের জননী।    

স্থানীয়রা জানান, ওই গৃহবধূকে কেটে চার টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের চার টুকরোর মধ্যে বুক আর পায়ের অংশ এখনো পাওয়া যায়নি।

নিহত গৃহবধূ নুর জাহানের ছেলে হুমায়ন কবির জানান, বুধবার ভোর থেকে তার মা নিখোঁজ ছিলেন। পরে স্থানীয় এক নারী বিকেলের দিকে উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে মরদেহের একটি টুকরো দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার মায়ের মরদেহ শনাক্ত করি।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।