ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২০
গোদাগাড়ীতে বিষপানে কিশোরীর আত্মহত্যা

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পারিবারিক কলহের জেরে বিপি হেমরম (১৪) নামের এক আদিবাসী কিশোরী বিষপানে আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে তার বাড়ি থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

 

বিপি হেমরম উপজেলার মোহনপুর ইউনিয়নের বাউটিয়া এলাকার সরেন হেমরমের মেয়ে।

স্থানীয় লোকজন ও পুলিশের সূত্রে জানা যায়, কয়েক বছর আগে তার বাবা-মা উভয়েই অন্যত্র বিয়ে করে তাদের ছেড়ে চলে যান। হেমরম এবং তার ছোট বোন চাচার কাছে থাকতেন। সংসারে অভাব অনাটনের কারণে স্কুলে যেতে পারেননি দুই বোন। পারিবারিক কলহের জেরে বৃহস্পতিবার সকালে হেমরম বিষপান করেন। পরে তাকে গ্রামবাসী উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।