ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, অক্টোবর ৯, ২০২০
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নাহিদ হাসান দিপ্ত (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।  

শুক্রবার (০৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার দোরান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নাহিদ একই উপজেলার গোয়ালদহ গ্রামের নবুয়াত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় একটি বিয়ের দাওয়াতে অংশ নিতে মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে বের হন নাহিদ। পথে দোরান নগর এলাকায় পোঁছালে ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লেগে। এতে গুরুতর আহত হন নাহিদ। পথচারীরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বাংলানিউজকে জানান, নিহত পুলিশ সদস্য নাহিদের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।