ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৯, ২০২০
রাজশাহীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা নিহত জালাল উদ্দিন

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলায় জালাল উদ্দিন (৬০) নামে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জালালের বাড়ি চারঘাটের ঝিকড়া গ্রামে।  

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমিত কুমার কুণ্ডু বাংলানিউজকে জানান, স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জালালকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গলাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

খবর পেয়ে তিনি নিহতের বাড়ি গেছেন। যারা জালালকে কুপিয়েছে তারা ভ্যানের যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।