ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রলির ধাক্কায় সৌদি প্রবাসী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
রাজশাহীতে ট্রলির ধাক্কায় সৌদি প্রবাসী নিহত রাজশাহী

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় ট্রলির ধাক্কায় তুহিন হোসেন (৪০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার চণ্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

তুহিন উপজেলার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ১৩ দিন আগে সৌদি আরব থেকে দেশে আসেন তুহিন। দুপুরে বাড়ির জন্য আসবাবপত্র কিনতে চণ্ডিপুর যান তিনি। সেখানে ইটবোঝাই একটি ট্রলি তাকে পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে নিহত তুহিনের স্বজনরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।