ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার আরএমপিতে রদবদল-বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এবার আরএমপিতে রদবদল-বদলি

রাজশাহী: জনবান্ধব ও ভাবমূর্তি উজ্জ্বল করে তোলার পরিকল্পনা নিয়ে পুলিশ বাহিনীতে শুদ্ধি অভিযান শুরু করেছে সরকার। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে সম্প্রতি কক্সবাজার জেলায় একযোগে দেড় হাজার পুলিশকে বদলি ও দেড় হাজার পুলিশকে নিয়োগ করা হয়।

এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ঢেলে সাজাতে বদলি ও রদবদল শুরু হয়েছে।  

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ৩৮ জন সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। এছাড়া চার জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো. গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক যোগদানের পরেই প্রতিটি বিভাগে আমূল পরিবর্তন এনে আরএমপিকে গতিশীল ও যুগোপযোগী কার্যকর ইউনিট হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই কার্যক্রমের অংশ হিসেবে চার জন সহকারী পুলিশ কমিশনারকে রদবদল করা হয়েছে। মহানগর গোয়েন্দা বিভাগ থেকে একযোগে এক জন সহকারী পুলিশ কমিশনার, পাঁচ জন সাব-ইন্সপেক্টর, ছয় জন সহকারী সাব-ইন্সপেক্টর ও ২৬ জন কনস্টেবলকে আরএমপির বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২০
এসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।