ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩৫ সদস্যের মুচলেকা আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৩৫ সদস্যের মুচলেকা আদায় লোগো

রাজশাহী: রাজশাহীতে কিশোর গ্যাংয়ের আরও ৩৫ সদস্যের মুচলেকা আদায় করেছে পুলিশ। পরে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেন।

গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে জানান, গত শুক্রবার (৯ অক্টোবর) থেকে আরএমপির ১২ থানা এলাকায় কিশোর গ্যাং অপরাধের বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিদিনই কিশোর গ্যাংয়ের সদস্যদের আটক করা হচ্ছে। তারা আর কিশোর গ্যাং কালচারে জড়াবে না এমন মুচলেকা নিয়ে বেশিরভাগকেই অভিভাবকের কাছে হস্তান্তর করা হচ্ছে। আর গুরুতর অপরাধে জড়িত থাকলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ১২ থানা এলাকায় ৩৫ জনকে আটক করা হয়। থানায় এনে তাদের যাচাই-বাছাই করা হয়। এরপর মুচলেকা নিয়ে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

তিনি জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কিশোর গ্যাংয়ের সদস্যরা অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২০
এসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।