ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাষাসৈনিক সাবেক সংসদ সদস্য দাদু ভাই আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
ভাষাসৈনিক সাবেক সংসদ সদস্য দাদু ভাই আর নেই এম নুরুল ইসলাম দাদু ভাই

খুলনা: খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, ভাষাসৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই (৯১) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বার্ধক্যজনিত কারণে বুধবার (২১অক্টোবর) সকাল ৮টায় খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, মরহুমের নামাজে জানাজা বাদ আসর সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে খুলনা মহানগর ও জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলের নেতাকমীরা শ্রদ্ধা নিবেদন করার জন্য বুধবার দুপুর ১২টায় খুলনা বিএনপি অফিসের সামনে তার মরদেহ রাখা হবে।

এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২ মে খুলনা মহানগরীর ২০, বাবুখান রোডস্থ সম্ভ্রান্ত মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ডা. খাদেম আহমেদ (পেশায় চিকিৎসক) ও মরহুমা আছিয়া খাতুনের জেষ্ঠ্য সন্তান।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমআরএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।