ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকায় কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
ঢাকায় কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি, ছবি: বাংলানিউজ

ঢাকা: তুরস্কের জাতির পিতা মোস্তফা কামাল আতাতুর্কের একটি আবক্ষ মূর্তি ঢাকায় আনা হয়েছে। মূর্তিটি রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে বসানো হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার তুরস্ক দূতাবাস সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আতাতুর্কের আবক্ষ মূর্তিটি আঙ্কারা থেকে ঢাকায় আনা হয়েছে। এটি এখন ঢাকার তুরস্ক দূতাবাসে রয়েছে। এদিকে রাজধানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে মূর্তিটি বসানোর কাজ শুরু হয়েছে। অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে, এটি বসানো হবে।

গত বছরের মে মাসে আঙ্কারায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে এই আবক্ষ মূর্তি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী আঙ্কারায়
বঙ্গবন্ধু সরণিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ মূর্তি নির্মাণ করা হবে। আর আতাতুর্ক অ্যাভিনিউয়ে কামাল আতাতুর্কের আবক্ষ মূর্তি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।