ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে আনসার আল ইসলামের তিন সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
রাজশাহীতে আনসার আল ইসলামের তিন সদস্য আটক

রাজশাহী: রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটকরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার ক্ষুদ্রজামিরা গ্রামের সিদ্দিক আলীর ছেলে আবু দাউদ (৩৮), একই উপজেলার মাহেন্দ্রা গ্রামের মো. হেমায়েতের ছেলে মুনসুর রহমান ওরফে মুনসুর খলিফা (৩৮) ও ভরুয়াপাড়া গ্রামের জবেদ মণ্ডলের ছেলে সাইদুর রহমান (৩৫)।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে র‌্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে মহানগরীর বেলপুকুর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

র‌্যাব জানায়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে আটক করেছে। আটকদের বেলপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।