ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মোরেলগঞ্জে বাগান থেকে নবজাতক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
মোরেলগঞ্জে বাগান থেকে নবজাতক উদ্ধার ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পশ্চিম সরালিয়া গ্রামে বাগান থেকে একটি নবজাতক উদ্ধার করেছে স্থানীয়রা।  

শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে নবজাতকটি উদ্ধার করা হয়।

 

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সন্ধ্যার দিকে ওই গ্রামে আব্দুল হাকিম হাওলাদারের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয় বাসিন্দা শাহ আলম হাওলাদার। পরে তিনি বাগানের ভেতর থেকে কাঁথায় মোড়ানো অবস্থায় নবজাতকটি দেখতে পেয়ে কোলে তুলে নেন। রাত সাড়ে ৭টার দিকে ওই নবজাতককে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নবজাতকটিকে অন্য প্রসূতি মায়েদের দুধ খাওয়ানো হয়েছে। সে এখন সুস্থ রয়েছেন। ধারণা করা হচ্ছে, নবজাতকটি সদ্য ভূমিষ্ট হয়েছে। তার ওজন তিন কেজি।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, নবজাতকটির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এছাড়া নবজাতকটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। পাওয়া না গেলে আইন অনুযায়ী ইচ্ছুক ব্যক্তিদের দত্তক দেওয়া হবে।  

বাংলাদেশ  সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।